বাংলাদেশ দল আজ মুখোমুখি হবে ভারতের। বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনিশ্চয়তা দেখা দিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে। কারণ তার ইনজুরির কি অবস্থা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহেও নিশ্চিত করে বলতে পারলেন না সাকিবের ইনজুরির কি অবস্থা। আগের দিন লম্বা সময় ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। তেমন সমস্যা দেখা যায়নি। গতকাল সকালে আরো একবার স্ক্যান করানো হয়েছে সাকিবের ইনজুরির স্থানের। কিন্তু সে রিপোর্ট গতরাতে পাওয়ার কথা ছিল। তবে দলের কোচ নিশ্চিত করে বলতে পারলেননা আজকের ম্যাচে সাকিব খেলবেন কিনা। তিনি জানালেন সাকিবের বিষয়ে নিশ্চিত হতে হলে আজ সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। গতকাল করানো স্ক্যান রিপোর্ট পাওয়ার পর দলের চিকিৎসক এবং ফিজিও বসে তা পর্যালোচনা করবেন। এরপর আজ সকালে নিশ্চিত করা হবে ভারতের বিপক্ষে আজকের ম্যাচে সাকিব খেলতে পারবেন কিনা। যেহেতু এ ধরনের ইনজুরির কারণে অনেক সময বকে সপ্তাহ কিংবা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত বিশ্রাম নিতে হয়। এখন স্ক্যান রিপোর্টের পর জানা যাবে আসলে সত্যিকার অর্থে কি অবস্থায় রয়েছে সাকিবের ইনজুরি। যদি অবস্থার উন্নতি না হয় তাহলে হয়তো সাকিবকে ছাড়াই ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে। কারন এ ধরনের ইনজুরিতে দৌড়ানোর সময় ব্যথা অনুভব হয়। যদিও আগের দিন অনুশীলনে তেমন কিছু পরিলক্ষিত হয়নি যখন সাকিব ব্যাটিং অনুশীলন করছিলেন। তবে এখন অপেক্ষা করতে হবে আজ সকাল পর্যন্ত। উল্লেখ্য চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিং এর সময় উরুর মংসপেশির ইনজুরিতে পড়েছিলেন সাকিব। সে ম্যাচে পরে ১০ ওভার বল করেন এবং ফিল্ডিংও করেন। কিন্তু শেষ পর্যন্ত স্ক্যান করাতে তাকে হাসপাতালেও যেতে হয়।