হত্যা মামলায় ক্রিকেট তারকা সাকিব আল হাসানের নাম আসা নিয়ে আপাতত কিছু বলছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের শীর্ষ কয়েকজন কর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও এই প্রসঙ্গে মুখ খুলতে চান না কেউই। সাকিব এখন বাংলাদেশের হয়ে পাকিস্তান সফরে খেলছেন রাওয়ালপিন্ডি টেস্টে। গত বৃহস্পতিবার রাতে ঢাকায় মামলা হয় তার নামে। গত ৫ অগাস্ট আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় আসামি করা হয় ৩৭ বছর বয়সী অলরাউন্ডারকে। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার বলে বিবেচিত সাকিব দেশকে নেতৃত্ব দিয়েছেন রেকর্ড ১২০টি আন্তর্জাতিক ম্যাচে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তিনি আছেন তিন সংস্করণেই। যে হত্যাকান্ডের ঘটনায় এই মামলা, সাকিব তখন ব্যস্ত ছিলেন কানাডায় গ্লোবাল টি–টোয়েন্টি ক্রিকেটে। কোটা আন্দোলন ও সেটির সূত্র ধরে সরকার পতনের আন্দোলনের পুরো সময়টা দেশের বাইরেই ছিলেন দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য হওয়া এই ক্রিকেটার। মামলায় সাকিবের নাম আসার পর গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিসিবির প্রধান নির্বাহী, দুজন পরিচালকসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয় । কিন্তু মুখ খুলতে নারাজ সবাই। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদও এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তবে বিসিবির একজন শীর্ষ কর্তা শুধু বলেন মাত্রই খবরটি দেখলাম। এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। এটা নিয়ে বোর্ডে আলোচনার ব্যাপার আছে। আপাতত আমাদের কোনো মন্তব্য নেই। দেশের সামপ্রতিক অবস্থার প্রেক্ষিতেই হোক বা অন্য কোনো কারণে, ‘নো কমেন্ট’ কথাটিও নাম প্রকাশ করে বলতে ইচ্ছুক নন বিসিবির কেউ। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। ২৮ নম্বর আসামি হিসেবে রাখা হয়েছে সাকিবকে। এছাড়াও ২৯ নম্বরে আছেন আলোচিত সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন, ৫৫ নম্বরে আসামি চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও ৬৫ নম্বরে আছেন সদ্য সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান। এছাড়াও ওবায়দুল কাদেরসহ তালিকায় আছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, শেখ রেহানা, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, নজিবুল বশর মাইজাভান্ডারী, দিলীপ বড়ুয়া, আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক ডিজি হারুন–উর–রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন–অর–রশিদ। ক্যারিয়ারজুড়ে নানা ক্রিকেটীয় বিতর্ক ও নিষেধাজ্ঞার পাশাপাশি মাঠে বাইরেও নানা কারণে আলোচিত হয়েছেন সাকিব। পুঁজিবাজার কারসাজিতে তার নাম এসেছে বারবার। বেটিং সহযোগী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন। কাঁকড়ার খামারের জন্য জমি লিজ নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে। দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি আরাভ খানের দোকান উদ্বোধনে গিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন। এরকম নানা সময়ে অসংখ্য অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে দেশের বাইরে থাকা অবস্থায় হত্যা মামলায় তার নাম আসায় ক্রিকেটাঙ্গনের অনেকেই বিস্মিত। যদিও প্রকাশ্যে মুখ খুলছেন না তারা।