ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে বোলিং করার সময় কুঁচকিতে আঘাত পান সাকিব আল হাসান। ফলে নিজের ওভারটি শেষ করতে পারেননি। গত সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুঁচকির ব্যথায় মাঠ ছাড়ার পর ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সাকিবকে। সেই ৪৮ ঘণ্টা শেষ হবে আজ বুধবার। এরপর তার অবস্থা খতিয়ে দেখে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর মতে সাকিবের কুঁচকির সমস্যা আসলে কতটা গুরুতর তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। যেহেতু জাতীয় দল জৈব সুরক্ষা বলয়ে আছে, সেখানে আমরা যারা বাইরে আছি তাদের প্রবেশাধিকার নেই। তাই ঠিক বলা যাচ্ছে না সাকিবের প্রকৃত অবস্থা আসলে কী। জৈব সুরক্ষা বলয়ে থাকা জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোই সাকিবের দেখভাল করছেন।