সাকিবকে কেকেআরের বার্তা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৭ মে, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

কেকেআরের ঘরের ছেলে সাকিব। আইপিএল স্থগিত হওয়ায় তাকে বিদায় বলতেই হলো ফ্র্যাঞ্চাইজিটিকে। গতকাল আহমেদাবাদ থেকে একটি চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় পা রেখেছেন সাকিব। সঙ্গে এসেছেন জাতীয় দলের সতীর্থ মোস্তাফিজুর রহমানও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিবকে শুভকামনা জানিয়ে আবেগী ভাষায় কেকেআর লিখেছে, ‘ধন্যবাদ সাকিব। বাংলাদেশি সতীর্থ মোস্তাফিজুর রহমানকে নিয়ে আহমেদাবাদ থেকে নিরাপদে ঢাকায় পৌঁছেছো শুনে ভালো লাগছে। নিরাপদে থেকো, শিগগিরই দেখা হবে।’ এই স্ট্যাটাসের শেষ অংশে বাংলায় ‘ভালো থেকো’ লিখে লাভ ইমোজিও দিয়েছে কেকেআর।

পূর্ববর্তী নিবন্ধসোমবার ঢাকায় ফিরছেন ফুটবল কোচ জেমি ডে
পরবর্তী নিবন্ধদেশে ফিরে এলেন সাকিব-মোস্তাফিজ