সাকিব-মোস্তাফিজকে বিশেষ বিমানে পাঠাবে ভারতীয় বোর্ড

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৬ মে, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

আইপিএল খেলতে গিয়ে ভারতে আটকা পড়া দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে পাঠাতে বিশেষ বিমানের ব্যবস্থা করেছে ভারত ক্রিকেট বোর্ড ও আইপিএল কর্তৃপক্ষ। সার্বিক ব্যবস্থাপনা শেষে সময় সুযোগ বুঝে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে যাবতীয় সহযোগিতার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তাতে বিসিবিও সাড়া দিয়ে যাচ্ছে। করোনার কারনে গত মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করে দিয়েছে ভারত ক্রিকেট বোর্ড। একই কারণে বিশ্বের অন্যান্য দেশও ভারতের সঙ্গে আকাশ, নৌ ও সড়কপথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ফলে আইপিএলে খেলতে যাওয়া ক্রিকেটাররা সেখানে আটকে পড়েছেন। এমতাবস্থায় তাদের নিজ নিজ দেশে ফেরৎ পাঠাতে উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজি, আইপিএল ও ভারত ক্রিকেট বোর্ড। এরই ধারাবাহিকতায় তারা নিজেদের মধ্যে সমন্বয় করে চাটার্ড বিমানে স্ব স্ব দলের খোলেয়াড়দের দেশে পাঠাানার ব্যবস্থা নিয়েছে। কিন্তু সাকিব-মোস্তাফিজ ঠিক কবে দেশে ফিরতে পারবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান ফ্র্যাঞ্চাইজিগুলো, বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ তাদের বিদেশি খেলোয়াড়দের দেশে পাঠাতে যোগাযোগ করছে। আমাদের দিক থেকে কিছু দরকার হলে আমরা তাদের জানাব। তিনি বলেন আমি যতটুকু জানি সাকিব-মোস্তাফিজদের জন্য ওখান থেকে চাটার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। এক্ষেত্রে যাবতীয় আনুষ্ঠানিকতার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরাও সেটা দেখছি। ওরা কবে ফিরবে এমন কোন তারিখ আমরা এখনও জানতে পারিনি। এখন প্রশ্ন দেখা দিয়েছে সাকিব এবং মোস্তাফিজের ফেরার উপর নির্ভর করছে তারা শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন কিনা। কেননা বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে ফিরলে দুজনকেই ১৪ দিনের কোয়ারেন্টাইন করতেই হবে। কাজেই যত তাড়াতাড়ি তারা ফিরতে পারবেন ততই দলের জন্য ভালো।

পূর্ববর্তী নিবন্ধসন্তান জন্মের সময় খেলোয়াড়দের সবেতন ছুটি দেবে পিসিবি
পরবর্তী নিবন্ধনতুন শুরুর স্বপ্ন দেখছেন সৌম্য সরকার