আইসিসি প্রদত্ত নিষেধাজ্ঞা শেষ হয়েছে সাকিব আল হাসানের গত ২৮ অক্টোবর। চাইলেই পরদিন তিনি মাঠে নামতে পারতেন ব্যাট-বল হাতে। কিন্তু এখন যেহেতু কোন খেলা নাই আর সাকিব রয়েছেন সুদূর যুক্তরাষ্ট্রে। তাই মাঠে নামা হয়নি। তবে মাঠে নামতে সাকিবকে হয়তো বেশিদিন অপেক্ষা করতে হবেনা। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাঠে নামবেন সাকিব। আর সে লক্ষ্যেই আগামী বৃহস্পতিবার ঢাকায় পৌছাবেন সাকিব। আর দেশে ফিরেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য অনুশীলন শুরু করবেন সাকিব। আগামী ১০ নভেম্বর পর্যন্ত ফিটনেস ট্রেনিং শেষে ব্যাট-বল নিয়ে মাঠে নেমে পড়বেন সাকিব। আর আগামী ১৫ নভেম্বর যদি মাঠে গড়ায় বঙ্গবন্ধু কাপ তাহলে সেখানেই শুরু হবে নিষেধাজ্ঞা পরবর্তী তার ক্রিকেট যাত্রা।
এর আগে শ্রীলংকা সফরের দ্বিতীয় টেস্ট থেকে মাঠে ফেরার কথা ছিল সাকিবের। সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিকেএসপিতে ১৫ দিনের অনুশীলও করেছিলেন। শ্রীলংকা সফর বাতিল হয়ে যাওয়ায় গত ১ অক্টোবর আবার চলে যান আমেরিকা। এক বছর পর আবার মাঠে ফেরা মুক্ত সাকিবকে দলে ভেড়াতে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যাবে সেটা এক রকম নিশ্চিত। প্লেয়ার্স ড্রাফট হলে সাকিবই হবেন সব দলের প্রথম পছন্দ। তাকে নিয়ে নিশ্চিতভাবেই কাড়াকাড়ি পড়ে যাবে। কারণ মাঠে ফেরা সাকিব হতে পারেন যেকোন দলের জন্য বড় সম্পদ।