সাকার বাড়ি ঘেরাও করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড

আজাদী অনলাইন | শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১১:৫৮ পূর্বাহ্ণ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া সালাহউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রাম শহরের গুডস হিলের বাড়ি ঘেরাও করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে তারা ঘেরাও করে। এর আগে চট্টগ্রামে হুম্মাম কাদের চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছিল সংগঠনটি।

এদিকে কর্মসূচি সফল করতে শুক্রবার সন্ধ্যায় জামাল খান এলাকার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে একটি মশাল মিছিল বের করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সভা করেন তারা।

পূর্ববর্তী নিবন্ধআগাম নির্বাচনের দাবিতে ইমরান খানের লং মার্চ শুরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও দশ জনের করোনা শনাক্ত