সাউদার্ন ভার্সিটিতে সাইবার অপরাধ ও মাদক প্রতিরোধ বিষয়ে মতবিনিময়

| শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির সাধারণ শিক্ষা বিভাগ ও ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, চট্টগ্রামের যৌথ উদ্যোগে ‘সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও মাদক প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক মতবিনিময় সভা সমপ্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আরেফিন নগরের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান। মূখ্য আলোচক ছিলেন অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ শামসুল হক। উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, সাধারণ শিক্ষা বিভাগের প্রধান মোহাম্মদ জমির উদ্দিন।

প্রধান অতিথি বলেন, সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা ও মাদক এই তিনটি বিষয় বর্তমান সমাজ ব্যবস্থায় স্বাভাবিক জীবনযাত্রার জন্য অন্তরায় ও সবচেয়ে প্রকট সমস্যা। আমাদের সচেতন হতে হবে, জনসচেতনতা ছাড়া এসব বিষয়ে পরিত্রাণের সুযোগ নেই। মূখ্য আলোচক মোহাম্মদ শামসুল হক সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, সর্বনাশা মাদক প্রতিরোধে সচেতনতা ও প্রতিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি আইনি প্রতিকারসহ করণীয় বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার আলোকে পরামর্শ দেন। সভায় ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় সাইবার অপরাধের ক্ষেত্রে প্রতিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা আজিজুল হক আলকাদেরীর তাত্ত্বিক লেখনীতে মুসলিম উম্মাহ দিশা খুঁজে পাচ্ছে
পরবর্তী নিবন্ধনির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন জরুরি