সাউদার্ন ভার্সিটিতে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস উদযাপন

| শনিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটিতে পালিত হলো ‘ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস২০২৪। দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে ফার্মেসি বিভাগ। এবারের ফার্মাসিস্ট দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে চাহিদা পূরণে ফার্মাসিস্ট’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত বুধবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে হল রুমে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান এবং উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান ।

এসময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) . এফ এম মোদাচ্ছের আলী, ফার্মেসি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আইরিন সুলতানা, বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে চাহিদা পূরণে কাজ করে যাচ্ছেন ফার্মাসিস্ট। ফার্মেসি একটি যুগোপযোগী ও ব্যাপক চাহিদা সম্পন্ন বিষয়। এ বিষয়ে দেশে ও বিদেশে ক্যারিয়ার গঠনে রয়েছে বিশাল সম্ভাবনা। স্বাস্থ্যসেবায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এসময় তাঁরা শিক্ষার্থীদেরকে সৎ ও কর্মনিষ্ঠ ফার্মাসিস্ট হিসেবে নিজেদের গড়ে তুলতে পরামর্শ দেন।

দিবসটি উপলক্ষে সাউদার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ কর্তৃক রক্তের গ্রুপ নির্ণয়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ফার্মেসির গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআধ্যাত্মিকতা ও রূহানিয়ত বিকাশে অনন্য হযরত গাউছুল আজম (রা.)
পরবর্তী নিবন্ধমানবতার দৃপ্ত বিজয় নিশানই ছিল নবীজীর (সা.) জাদুর কাঠি