সাউদার্ন ইউনিভার্সিটির ব্যাডমিন্টন ফেস্ট সম্পন্ন

| রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ৫:২৪ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যাডমিন্টন ফেস্ট ২০২৩ সম্পন্ন হয়েছে। গত ৪ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আরেফিন নগরস্থ ক্যাম্পাসে শিক্ষককর্মকর্তা ও কর্মচারিদের ইভেন্টের ফাইনাল খেলার মাধ্যমে মাসব্যাপী ব্যাডমিন্টন উৎসবের সমাপ্তি ঘটে। শিক্ষক ক্যাটাগরিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রভাষক মাসুদুর রহমান সরাসরি সেটে একই বিভাগের আয়ানুল হক চৌধুরীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। কর্মকর্তাদের ইভেন্টে মেইটেনেন্স ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার শ্যামল হালদারকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা অক্ষুন্ন রেখেছেন একই বিভাগের ইঞ্জিনিয়ার জাহিদ হাসান। অফিস সহকারি ইভেন্টের ফাইনালে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় খেলায় গত বারের চ্যাম্পিয়ন জামালকে ২১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রাসেল। এর আগে শিক্ষিকাদের ইভেন্টে ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক রেহনুমা খান চ্যাম্পিয়ন এবং একই বিভাগের প্রধান সাকিনা সুলতানা পমি রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। ছাত্রীদের মধ্যে আইন বিভাগের মাওয়া চ্যাম্পিয়ন ও ফার্ম্যাসি বিভাগের সামি রানার আপ এবং ছাত্র ক্যাটাগরিতে ইংরেজি বিভাগের আরাফাত চ্যাম্পিয়ন ও ফার্ম্যাসি বিভাগের পুজন রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

পূর্ববর্তী নিবন্ধচলে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়াই টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে