সাউদার্ন ইউনিভার্সিটির বার্ষিক ক্রীড়া সম্পন্ন

| বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর বার্ষিক ক্রীড়া গত ৭ মার্চ আরেফিন নগরস্থ ভার্সিটির স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহউদ্দীপনার মধ্য দিয়ে তিনদিনব্যাপী এ প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাকর্মচারি অংশগ্রহণ করেন।

সমাপনী দিনে প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার দৌড়ে প্রথম হয়ে সাউদার্ন ইউনিভার্সিটির দ্রুততম মানবের খেতাব লাভ করেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র ইরফান রাকিব। দ্রুততম মানবীর মর্য়াদা পান একই বিভাগের তাবাস্‌সুম মেহজাবিন চেরি। সর্বোচ্চ পয়েন্ট পেয়ে দলগতভাবেও চ্যাম্পিয়নশিপ অর্জন করে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আহমদ মিয়া চৌধুরী টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট শুরু