সাউদার্ন ইউনিভার্সিটিতে প্রীতি ক্রিকেট ম্যাচ

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফ্যাকাল্টি ও এডমিন এর মধ্যে ২য় প্রীতি ক্রিকেট ম্যাচ গতকাল ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ম্যাচে সাউদার্ন ফ্যাকাল্টি ১২ রানে সাউদার্ন এডমিনকে পরাজিত করে। দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে বিজয়ী দলের ইংরেজি বিভাগের প্রভাষক কিশান সাহা ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সাউদার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার আ ফ ম মোদাস্‌সের আলী। ক্রীড়া বিভাগের ইনচার্জ সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ডেপুটি ডিরেক্টর শাহাদাত হোসেন, ইংরেজি বিভাগের প্রধান আরমান হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষককর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত ম্যাচে এডমিনের কাছে ৬ উইকেটে হেরেছিল ফ্যাকাল্টি। ফলে সিরিজ ১১ ড্র হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে বিশ্বাস ফেরানোই আমাদের মূল লক্ষ্য
পরবর্তী নিবন্ধআফ্রিকা নেশনস কাপের সেমিফাইনাল পর্ব