নানা আয়োজনে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ উদযাপন করলো বিশ্ব ফার্মাসিস্ট দিবস–২০২৫। দিবসটি উপলক্ষে র্যালি, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে ফার্মেসি ক্লাব ও ফার্মেসি বিভাগ। ‘ভাবনায় স্বাস্থ্য, ভাবনায় ফার্মাসিস্ট’ (থিংক হেল্থ, থিংক ফার্মাসিস্ট) এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত বৃহস্পতিবার ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে হল অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, রেজিস্ট্রার এ.এফ.এম মোদাচ্ছের আলী, ফার্মেসি বিভাগের প্রধান আইরিন সুলতানা ও বিভাগের শিক্ষকসহ শিক্ষার্থীরা।
বেলা ১১টায় র্যালির মাধ্যেমে শুরু হয় অনুষ্ঠান। এরপর বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা। এতে বিশেষ বক্তা ছিলেন এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার ফার্মাসিস্ট মোহাম্মদ শরীফুর রহমান। তিনি দেশ–বিদেশে ফার্মাসিস্টদের কর্মক্ষেত্র ও চাহিদার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভায় ‘প্লাস্টিক টু ড্রাগ ডেভেলপমেন্ট‘ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করেন ফার্মেসি বিভাগের ৩৫ ব্যাচের শিক্ষার্থী নাঈম জিহাদ, সামিউন ইসলাম ও শাহাদাত ফারদিন। প্রেস বিজ্ঞপ্তি।