সাউদার্ন ইউনিভার্সিটিতে বাংলাদেশের কৌশলগত যোগাযোগ বিষয়ক সেমিনার

| বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:২১ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশর সেন্ট্রাল রিসার্চ সেল ও পুরকৌশল বিভাগের উদ্যোগে “বাংলাদেশের কৌশলগত যোগাযোগ : অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ” শীর্ষক সেমিনার সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক প্রকৌশলী মো. আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মো. শাহে আরেফীন, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, কক্সবাজার। সেমিনারে বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীসহ সাউদার্ন এলামনাই এসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রকৌশলী মো. শাহে আরেফীন তার বক্তব্যে সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশের বর্তমান অবস্থা, সমস্যা ও সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত তুলে ধরেন। পরিশেষে শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের অংশগ্রহণে প্রশ্নউত্তর পর্বের পর বিভাগীয় প্রধান সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিবীণা
পরবর্তী নিবন্ধতাহের-মনজুর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান