সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ব্যবসায় প্রশাসন বিভাগ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’র যৌথ উদ্যোগে ‘কর্পোরেট ওয়ার্ল্ডে কিভাবে সফল হওয়া যায়’ শীর্ষক কর্মশালা সম্প্রতি স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়।
মূলত ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা অর্জন ও কর্পোরেট ওয়ার্ল্ড সম্পর্কে ধারণা দিতে এ কর্মশালার আয়োজন করা হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সি এম আতিকুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বারাকা গ্রুপের ডেপুটি ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন) মো. আতিকুল ইসলাম চৌধুরী এবং হাইডেলবার্গ সিমেন্ট, চট্টগ্রাম এর হেড অব এইচআর অ্যান্ড এডমিনিস্ট্রেশন মিজানুর রহমান।
কর্মশালায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, সাউদার্ন ইউনিভার্সিটি কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এলআইসির আঞ্চলিক প্রধান মো. সহিদুল ইসলাম মামুন এবং সদস্য ও নিওকন ইনোভেশনস লিমিটেড এর সিইও মো. সেলিম আজাদ। বক্তব্যে মো. সহিদুল ইসলাম মামুন বলেন, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা বিকাশের জন্য অ্যাসোসিয়েশনের বিভিন্ন পরিকল্পনা রয়েছে এবং বিষয়টি নিয়ে আমরা সবসময় আন্তরিক।
অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের জন্য চাকরি মেলার আয়োজন করবে এবং সঠিক জায়গায় চাকরির ব্যবস্থা করতে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। কর্মশালায় ব্যবসায় প্রশাসন বিভাগের মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।