সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর সিভিল ইঞ্জিনিয়ারিং ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট গত ২১ মে সম্পন্ন হয়েছে। ৮ দলের এ টুর্নামেন্টে কমপ্রেশান ক্রিয়েটরস চ্যাম্পিয়ন এবং ব্রিক ব্রেকারস রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। গতকাল বুধবার বিকেলে ভার্সিটির আরেফিন নগরস্থ ক্যাম্পাসে পুরস্কার বিতরণ করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।
সাউদার্ন ইউনিভার্সিটির সহকারী পরিচালক (ক্রীড়া) সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এ এফ এম মোদাস্সের আলী, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হেড ইঞ্জিনিয়ার আবুল হাসান, সাবেক হেড ফাতেমাতুজ জাহ্রা, প্রভাষক সাজিদ হাসান, মাসুদ আহমেদ, আরাফাত আহমেদ, উপ পরিচালক (পি আর) সাইদুল ইসলাম চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং স্পোর্টস ক্লাব সভাপতি ইরফান রাকিব প্রমুখ। ২৬তম ব্যাচের হাসিব টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করেন। এ ছাড়াও ২৯তম ব্যাচের সাফিন ম্যান অব দ্য ফাইনাল, একই ব্যাচের ফারদিন সেরা গোলকিপার ও ২৬তম ব্যাচের আদর টুর্নামেন্টের সেরা ম্যানেজারের পুরস্কার লাভ করেন।