সাউদার্ন ইউনিভার্সিটি ব্যাডমিন্টন ফেস্টের প্রথম পর্ব শেষ হয়েছে। এতে ছাত্র ক্যাটাগরিতে ইংরেজি বিভাগের আরাফাত এবং ছাত্রীদের মধ্যে আইন বিভাগের মাওয়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ইংরেজি বিভাগের আরাফাত ফার্ম্যাসি বিভাগের পুজনকে ২–১ সেটে এবং আইন বিভাগের মাওয়া ২–১ সেটে ফার্ম্যাসি বিভাগের সামিকে পরাজিত করে। সাউদার্ন ইউনিভার্সিটি ব্যাডমিন্টন ফেস্টের ২য় পর্ব আগামী সপ্তাহ শুরু হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করবেন।