সাউদার্ন ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন অনুষদের কর্মশালা

| বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ১০:১৯ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ডিস্ট্রিবিউশন অপারেশন ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে রিসোর্স পারসন ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী ও বর্তমানে রিমার্ক এইচবির এরিয়া ম্যানেজার উমং চিং মারমা। কোর্স শিক্ষক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালায় বিবিএ ৬৮তম, ৬৯তম ও ৭০তম ব্যাচের ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সিরাজুল ইসলামসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ‘কর্পোরেট জগত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং একটি ক্ষেত্র’ এ বিষয়কে সামনে রেখে কর্মশালায় উমং চিং মারমা তার পেশাগত অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের হাতেকলমে শিক্ষা দেন। তিনি ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি, অপারেশন পরিচালনা, সেলস ফোর্স ম্যানেজমেন্ট, মার্কেট কমিউনিকেশন এবং প্রমোশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। বাস্তব জীবনের উদাহরণ ও কেস স্টাডির মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সামনে কর্পোরেট দুনিয়ার চিত্র ফুটিয়ে তোলেন। তিনি কীভাবে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, দলগত কাজ, অভিযোজন ক্ষমতা এবং দক্ষ যোগাযোগের মাধ্যমে বাস্তব জগতে সফল হওয়া সম্ভব তা তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার ও বিচার দাবি
পরবর্তী নিবন্ধসাগরিকা রোটারি ক্লাব ও ব্রাইট ফোরামের সেলাই মেশিন বিতরণ