সাউদার্ন ইউনিভার্সিটি প্রিমিয়ার ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন

| সোমবার , ১১ আগস্ট, ২০২৫ at ৬:৩২ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রিমিয়ার ক্রিকেট লিগ (এসপিএল) সিজন ২ এর ট্রফি উন্মোচিত হয়েছে। ট্রফি উন্মোচন করেন রেজিস্ট্রার এ এফ এম মোদাস্‌সের আলী। গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবারের আসরের ট্রফি উম্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির কো এন্ড একস্ট্রা কারিকুলাম কমিটির আহবায়ক মো. জমির উদ্দিন। সহকারী পরিচালক (স্পোর্টস) সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় অনাড়ম্বর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার হেলাল নূর, ডেপুটি ডিরেক্টর (পিআর) সাইদুল ইসলাম চৌধুরী, প্রভাষক ইঞ্জিনিয়ার সাজিদ হাসান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির কর্মকর্তা ফয়সাল হোসেন বাতিন, সাজিদ আনসারি প্রমুখ। এসপিএল সিজন ২তে সাউদার্ন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ১৬টি দল অংশগ্রহণ করছে। আগামীকাল ১২ আগস্ট খেলা শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস টেস্ট এগিয়ে নাহিদ, পিছিয়ে মোস্তাফিজ-তাসকিন
পরবর্তী নিবন্ধসরকারের প্রতিশ্রুত জমিতেই বাড়ি নির্মাণ চান ঋতুপর্ণা