সাউদার্ন ইউনিভার্সিটি আইন বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

| রবিবার , ১৮ মে, ২০২৫ at ৫:৩১ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস, আরোফিন নগর বায়েজিদে মুট কোর্ট সোসাইটির স্পোর্টস বিভাগের উদ্যোগে ‘ইন্ট্রাডিপার্টমেন্ট ডেনাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’ গত ১৫ মে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে ৬টি দল ও ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শরীফ আশরাফউজ্জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এরপর বক্তব্য রাখেন আইন বিভাগের বিভাগীয় প্রধান সুরাইয়া মমতাজ। তিনি নিয়মিত এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এফ. এম. মোদাচ্ছের আলী, মুট কোর্ট সোসাইটির সম্মানিত মডারেটর মোহাম্মদ জাহেদুল ইসলাম, আইন বিভাগের শিক্ষকবৃন্দ এবং সাউদার্ন ইউনিভার্সিটির উপ পরিচালক (পি আর) সাইদুল ইসলাম চৌধুরী ও সহকারী পরিচালক (ক্রীড়া) সাইফুল্লাহ চৌধুরী। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ‘ল ব্রেকার’স’ এবং রানার আপ হয় ‘অবজেকশন ওভাররুলড’ দল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইন বিভাগের শিক্ষকবৃন্দ। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধলাহোর কালান্দার্সে সাকিব আজই মাঠে নামার সম্ভাবনা
পরবর্তী নিবন্ধচিটাগং ইউথ এবং আফতাব আহমেদ একাডেমির জয়