সাউথ এন্ড ক্লাবের খেলোয়াড় সংবর্ধনা

| শুক্রবার , ২৩ ডিসেম্বর, ২০২২ at ৬:৫৭ পূর্বাহ্ণ

বনফুল সিজেকেএস-সিডিএফএ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের চ্যাম্পিয়ন সাউথ এন্ড ক্লাবের ফুটবলারদের সংবর্ধনা দেয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে। এ লিগের সমাপনী দিনে গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় সিজেকেএস কনভেনশন হলে সংবর্ধনা ও সিজেকেএস-সিডিএফএ কাউন্সিলরদের সম্মানে আয়োজিত নৈশভোজে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সাউথ এন্ড ক্লাবের সভাপতি মসিউল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম (বাদশা)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, মোহাম্মদ শাহজাহান, জি এম হাসান, মো. নাছির মিয়া, কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, এম এ মুসা বাবলু, সাইফুল আলম খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ কলকাতায় যৌথভাবে সেরা
পরবর্তী নিবন্ধবেলাল স্মৃতি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন