সাইয়েদ গোলাম হায়দার মিন্টুকে স্মরণ

| বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১২:৩৮ অপরাহ্ণ

কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর স্মরণে অবিনাশী ৭১, মুক্তিযুদ্ধ ও প্রয়াত নেতা সন্তান পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর বাসভবনের কাজী হাইটসে শোক সভা ও ইবাদতখানায় দোয়া মাহফিল গত ৩ এপ্রিল অনুষ্ঠিত হয়।
সাইফুদ্দীন খালেদ বাহারের সভাপতিত্বে এবং পারভেজ মান্নানের সঞ্চালনায় শোকসভায় প্রধান বক্তা ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ মহানগরের কমান্ডার মোজাফফর আহম্মদ। আরো বক্তব্য দেন, সাপ্তাহিক স্লোগানের সম্পাদক মোহাম্মদ জহির, সরফুদ্দীন আহম্মদ চৌধুরী রাজু, জয়নাল আবেদীন, রেদোয়ান আহম্মেদ, মেহরাজ তাহসিন শফি, আসাদুযযামান খান, তাজিব সুলতান, আব্দুল্লাহ আল মামুন, আবু তৈয়ব চৌধুরী, ভাষ্কর চৌধুরী, জুলকারনাইন সুমন, নিজামউদ্দিন সুলতান, সাজ্জাদ ইভান, তাহমিনা সুলতানা, নুছরাত জাহান মুন্নী, সরোয়ার খান, মো. জাবেদ, আনসারুল হক, মো. লায়ন সাইফুল ইসলাম রাসেল, সারওয়ার আলম চৌধুরী মনি, কাজী রাজিশ ইমরান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআরো এক আসামি নগরী থেকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঅধ্যাপক খালেদসহ রাউজানের বিশিষ্ট ব্যক্তিদের কবরে শ্রদ্ধা