সাইবার আইনে সারজিস আলমের মামলা

মানহানির অভিযোগ

| শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৩ পূর্বাহ্ণ

ফেইসবুক পোস্টের মাধ্যমে সামাজিকভাবে হেয় করা অভিযোগ এনে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল বৃহস্পতিবার শাহবাগ থানায় দুটি ফেইসবুক পেইজের এডমিন ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন তিনি। মামলায় আসামিদের নাম ও পরিচয় ও সংখ্যা দেওয়া হয়নি।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে সারজিস আলমের দায়ের করা মামলার তদন্ত চলছে। খবর বিডিনিউজের।

আদালতে শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত বলেন, থানায় মামলা দায়েরের পর তা মহানগর হাকিম নাজমিন আখতারের আদালতে উপস্থাপন করা হয়। বিচারক তা গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় গামছা দিয়ে হাত-পা ও মুখ বাঁধা টেক্সি চালকের লাশ
পরবর্তী নিবন্ধউপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে : আসিফ মাহমুদ