সাইফের ওপর হামলার ঘটনায় পুলিশের জালে সন্দেহভাজন

| শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনভর চিরুনি অভিযানের পর গতকাল শুক্রবার মুম্বাই পুলিশের জালে সাইফ আলি খানের ওপর হামলা ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি। পতৌদিদের বাংলোর ৩৫টি সিসিটিভি ফুটেজ ঘাঁটার পর গতকালই আততায়ীর চেহারা সনাক্ত করতে পেয়েছিল পুলিশ। মোবাইল নেটওয়ার্কের শেষ লোকেশনের সূত্র ধরেই মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে চিরুনি অভিযান চালায় পুলিশের একটি টিম। সেখানেই এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি পুলিশের নজরে পড়তেই আটক করা হয়। অন্যদিকে কারিনা কাপুর খানেরও বয়ান রেকর্ড করেছে পুলিশ। খবর বাংলানিউজের।

বলিউড সংবাদ মাধ্যম সূত্রে খবর, আপাতত বান্দ্রা থানায় ওই সন্দেহভাজন ব্যক্তির জেরা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিনেতার ওপর হামলা চালানোর পর বান্দ্রা স্টেশন থেকে প্রথম লোকাল ট্রেন ধরে ভাসাই বা নালাসোপারার দিকে পালাতে চেয়েছিল ওই হামলাকারী। সেখান থেকে সে মুম্বাই বা মহারাষ্ট্রের বাইরে অন্য কোথাও গা ঢাকা দেওয়ার ছক কষেছিল সে। জানা যায়, সাইফের হামলাকারীকে ধরার জন্য মোট ৩৫টি দল গঠন করে মুম্বাই তথা মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে কার্যত খানা তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জেরা চালাচ্ছে পুলিশ। পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী সাইফকারিনার বাড়ির কোনও কর্মীর পূর্বপরিচিত। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরা ফাঁকি দিয়ে বাড়িতে প্রবেশ করতে পেরেছে। জানা যাচ্ছে, ওই আক্রমণকারী নাকি বাড়ির নকশাও জানত। সম্ভবত পাশের একটি আবাসনের দেওয়াল বেয়ে ওপরের তলায় পৌঁছানোর জন্য আপৎকালীন জানালা ব্যবহার করেছিল।

পূর্ববর্তী নিবন্ধসাইফের আগে টার্গেটে ছিলেন শাহরুখ?
পরবর্তী নিবন্ধহানিমুন থেকে ফিরেই রোহিঙ্গা ক্যাম্পে কেন তাহসান