সাইফুল ইসলাম নতুন সিএমপি কমিশনার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ জুন, ২০২৪ at ৫:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলাম। গতকাল ২৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই আদেশে বর্তমান সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়কে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি (সুপার নিউ মারারি) হিসেবে বদলি করা হয়েছে। এদিকে অপর এক আদেশে সিএমপির দুই উপকমিশনারকে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া রংপুর জেলা পুলিশ সুপারকে সিএমপির উপকমিশনার পদে বদলি করা হয়েছে।

সিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া মো. সাইফুল ইসলামের বাড়ি পাবনা জেলায়। তিনি ২০১২ সালের ৩০ এপ্রিল থেকে ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সিএমপির বন্দর বিভাগের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বে থাকাকালীন তিনি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পান। এ কারণে তাকে বদলি করা হয় ঢাকা পুলিশ সদর দপ্তরে। সেখান থেকে তাকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়। পরবর্তীতে ২০২২ সালের ৩০ জুন মো. সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে বদলি করা হয়। এরপর তাকে মেট্রোরেলের নিরাপত্তায় গঠন করা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের প্রধান হিসেবে বদলি করা হয়।

এদিকে, গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশকে অতিরিক্ত কমিশনার এবং দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া একই প্রজ্ঞাপনে রংপুর জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা
পরবর্তী নিবন্ধ৩ হাজার কোটি টাকার ভুয়া ঋণ: চার ব্যাংক কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা