সাইনবোর্ডে বাংলা না লেখায় আট প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) নগরের জিইসি মোড়, দামপাড়া, ও লালদিঘীপাড় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে জিইসি মোড়ের ‘ইল্লিয়ানা’কে ১০ হাজার টাকা, ‘ডালাস ফার্নিশিং ফেব্রিক্স’কে পাঁচ হাজার টাকা, ‘গ্রামসিকো’কে দুই হাজার টাকা, ‘আর্চিস গ্যালারিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ওয়াসা মোড়ের ‘চা-টাইম’কে পাঁচ হাজার টাকা, লালদিঘীপাড়ের ‘বাটা শোরুম’কে দুই হাজার টাকা এবং ‘অলব্রান্ড’ ও ‘এন্টিক’কে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, বাংলা সাইনবোর্ড লেখার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা আছে। অভিযান অব্যাহত থাকবে।