সাইনবোর্ডে বাংলা না লেখায় ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩০ পূর্বাহ্ণ

সাইনবোর্ডে বাংলা না লেখায় নগরে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে চসিক ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টেডিয়াম মার্কেটের শাহ আমানত ট্রেডার্স ও বিওকিউ-কে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা, সুইস এরাবিয়ান ও কুপারসকে দুই হাজার টাকা করে চার হাজার টাকা এবং সিআরবি রোডস্থ সুগার বানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের মন্ত্রী-এমপিরা না চাইলে প্রধানমন্ত্রীও মত দেবেন না
পরবর্তী নিবন্ধনগরীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু