‘নব আনন্দে জাগো সত্য সুন্দর’– প্রতিপাদ্যকে সামনে রেখে সাইক্লিস্টস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সংগঠনের নবগঠিত কমিটির অভিষেক ও বৈশাখী রাইড অনুষ্ঠান ১১ মে চবি বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি ছিলেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সাইক্লিস্টস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা চবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাখন চন্দ্র রায়। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চবি আইকিউএসি ও চবি ছাত্র–ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, চবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, চবি পালি বিভাগের সহকারী অধ্যাপক ও চবি সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোজাম্মেল হোসেন রাকিব।
এ সময় উপাচার্য বলেন, সাইক্লিং স্বাস্থ্য সুরক্ষা ও বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম। এই জনপ্রিয় বাহনের ব্যবহারের ফলে বহুমুখী সুফল লাভ করা যায়। বৈচিত্রময় সবুজ ক্যাম্পাসে সাইক্লিংয়ের গুরুত্ব ও সম্ভাবনা এবং সাইক্লিংয়ের নানা সামাজিক ও পরিবেশগত তাৎপর্য রয়েছে। অনুষ্ঠানে মোঃ রাইসুল ইসলামকে সভাপতি ও উম্মুল আখয়ারকে সাধারণ সম্পাদক করে সাইক্লিস্টস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। পরে উপাচার্য উপস্থিত সকলকে সাথে নিয়ে কেক কাটেন। প্রেস বিজ্ঞপ্তি।