চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে প্রথমে বাইসাইকেল চুরি। পরে চুরি করা বাইসাইকেলগুলো অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হতো। এমনই একজন চোরকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) পুলিশ।
গত ১৯ নভেম্বর সন্ধ্যার দিকে নগরের বন্দর থানাধীন বারেক বিল্ডিং এলাকা থেকে ২টি বাইসাইকেলসহ শাহরিয়ার চৌধুরী অভি (২৬) কে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে ডিবির ডিসি (পশ্চিম) আলী হোসেন দৈনিক আজাদীকে বলেন, গ্রেফতাকৃত অভি নগরের বিভিন্ন স্থান থেকে বাইসাইকেল চুরি করে প্রথমে নিজের কাছে রাখতেন। পরে সুযোগ বুঝে অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করতেন।
গতকালক বন্দর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।