সাইকেল কেনার টাকা নিতে এসে দুই খালাকে হত্যা করে ভাগনে

| মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

পুরনো একটি সাইকেল কিনতে ৩ হাজার টাকার জন্য রাজধানীর শেওড়াপাড়ায় খালার বাসায় এসেছিল ১৫ বছরের এক কিশোর। কিন্তু খালার কাছে না চেয়ে নিজেই টাকা সরাতে গিয়ে ধরা পড়লে দুই খালাকে হত্যা করে পালিয়ে যায় সে। তিন দিন আগে শুক্রবার পশ্চিম শেওড়াপাড়া থেকে মরিয়ম বেগম (৬০) ও সুফিয়া বেগম (৫২) নামে দুই নারীর লাশ উদ্ধারের ঘটনায় তাদের আরেক বোনের ছেলেকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর এমন তথ্য দিয়েছে পুলিশ।

ডিএমপির মিডিয়া সেন্টারে সোমবার সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ঘটনার পর সেই বাসার সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে এক কিশোরকে শনাক্ত করা হয়। একপর্যায়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়ি থাকার কথা স্বীকার করে সে। খবর বিডিনিউজের।

পশ্চিম শেওড়াপাড়ার ৬৪৯ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে শুক্রবার মরিয়ম ও সুফিয়ার লাশ পাওয়া যায়। শেওড়াপাড়া মেট্রোস্টেশন সংলগ্ন ওই বাড়িটির মালিক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের পরিবার। মরিয়মের পরিবার সেখানে প্রায় দুই দশক ধরে থাকেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক মরিয়ম ২০২১ সালে তিনি অবসরে যান। তার স্বামী কাজী আলাউদ্দিনও বনবিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যিনি বেশিরভাগ সময় বরিশালে গ্রামের বাড়িতে থাকেন। মরিয়মের বড় মেয়ে ইসরাত জাহান খুসবু থাকেন যুক্তরাষ্ট্রে। আর ছোট মেয়ে নুসরাত জাহান বৃষ্টি ঢাকায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। অপরদিকে নিহত সুফিয়া অবিবাহিত ও মানসিকভাবে কিছুটা ‘অস্বাভাবিক’ ছিলেন। বোন মরিয়মের বাসায় থাকতেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে স্মারকলিপি
পরবর্তী নিবন্ধসীমান্তে ভারতের পুশইন সুপরিকল্পিত : বিজিবি ডিজি