সাংস্কৃতিক কার্যক্রমের জন্য ডিসি হিল খুলে দেওয়ার দাবি

চট্টগ্রামে উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৭:২২ পূর্বাহ্ণ

মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি’ এই স্লোগানকে ধারণ করে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ সংগঠনের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। জেলা সংসদের সভাপতি সাংবাদিক জসীম চৌধুরী সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশের সঞ্চালনে সাংস্কৃতিক আড্ডা ও কথামালায় অংশ নেন জেলার সহসভাপতি সুনীল ধর, গৌতম দত্ত,জয়শ্রী মজুমদার, প্রীতম শুভ প্রমুখ। বক্তব্য রাখেন বোয়ালখালী শাখার সহসভাপতি অ্যাডভোকেট অরুন কুমার দত্ত ও সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দাশ।

সভাপতির বক্তব্যে জসীম চৌধুরী সবুজ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামের মাধ্যমে শোষণমুক্ত সুন্দর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সুস্থ সংস্কৃতি চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিত করতে ডিসি হিল সাংস্কৃতিক কার্যক্রমের জন্য খুলে দেওয়ার দাবি জানান। অনুষ্ঠানে উদীচীর সহযোদ্ধাদের পরিবারের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্র্যাক ব্যাংক-সিআইইউ চুক্তি
পরবর্তী নিবন্ধমেনোপজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি দরকার