শিক্ষানুরাগী হাজী জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী জানে আলম বলেছেন, সাংবাদিকরা দেশ ও জাতির শেষ ভরসা, কোন দেশ বা জাতি যখন অন্ধকারে নিমজ্জিত হয়, তখন সাংবাদিকদের ক্ষুরধার লেখনি তাদের আলোর সন্ধান দেয়।যদিও কাজটি সবার দ্ধারা সম্ভব হয়না যারা সৎ ও নিষ্ঠাবান শুধু তাদের দ্বারাই সম্ভব। তিনি গত শুক্রবার বোয়ালখালী প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে ‘বোয়ালখালীর উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় উপরোক্ত বক্তব্য রাখেন। ক্লাব সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক অধীর বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আলম মাস্টার, সি. সহ সভাপতি এ্যাডভোকেট সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, প্রভাস চক্রবর্তী, ইয়াছিন চৌধুরী মিন্টু, সমাজ কর্মী মো. নুরুল কবির, এস,এম এয়াকুব, মো. শাহ আলম বাবলু প্রমুখ। পরে বোয়ালখালীতে শিক্ষা ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রেসক্লাব নেতৃবৃন্দ হাজী মো. জানে আলমের হাতে উৎসাহমূলক সম্মাননা স্মারক তুলে দেন।