সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে

কর্মশালায় বিচারপতি আবদুল হাকিম

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনকালে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দায়িত্বশীল বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদ চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পরিচয়, দায়বদ্ধতা ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করা অপরিহার্য।

তিনি গতকাল বুধবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্সপার্সন ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আবদুস সবুর। সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। স্বাগত বক্তব্য দেন, আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান। উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী। কর্মশালায় চট্টগ্রাম জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৮০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

বিচারপতি এ কে এম আবদুল হাকিম বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ অনুযায়ী গণমাধ্যমের স্বাধীনতা যেমন সংরক্ষিত, তেমনি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাও বাধ্যতামূলক। সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও সেই স্বাধীনতা যেন অপব্যবহারে পরিণত নাহয় তা গণমাধ্যম কর্মীদের সচেতন থাকতে হবে। কর্মশালায় প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট, ১৯৭৩ সহ গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন আইন, নীতিমালা ও বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভুল তথ্য ও গুজব প্রতিরোধ এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যমকর্মীদের নীতিমালা মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের ভোটকেন্দ্রে প্রবেশসহ নির্বাচনি এলাকায় নির্বাচনি সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করছে, সেটা মেনে চলতে হবে।

বিভাগীয় কমিশনার বলেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাংবাদিকগণ যাতে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনসহ স্থানীয় সরকার পরিষদের সকল সাধারণ ও উপনির্বাচনে নির্বিঘ্নে নির্বাচনি এলাকা ও ভোটকেন্দ্র হতে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারেন সেজন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আবদুস সবুর বলেন, কোনো রাজনৈতিক দলের সমর্থক হলেও সাংবাদিকদের পেশাগত জায়গায় এর প্রতিফলন ঘটানো যাবে না। এটা সাংবাদিকতার নীতিনৈতিকতার সাথে যায় না। তিনি বলেন, সাংবাদিকদের জন্যও আচরণবিধি রয়েছে, সেটা মেনে দায়িত্ব পালন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটি জেনারেল হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর পরিদর্শনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর