কবি-সাংবাদিক অরুণ দাশগুপ্তের নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ বলেছেন, সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য চর্চায় কবি অরুণ দাশগুপ্ত অনন্য ভূমিকা রেখেছেন। তিনি আরো বলেন, বর্তমান সময়ে সৎ সাংবাদিক খুঁজে পাওয়া যেমন মুশকিল ঠিক তেমনি সৎ মানবিক সাংবাদিকতার ক্ষেত্রে অরুণ দাশগুপ্ত ছিলেন অন্যের চাইতে উত্তম চরিত্রের অধিকারী। তিনি বলেন, দুঃশাসন-অপশাসন ও সামাজিক অপকর্ম তাকে কখনো ছুঁতে পারেনি বরং তিনি সব সময় সকল অসামাজিক অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অসাম্প্রদায়িকতার চেতনা নিয়ে অরুন দাশগুপ্ত মৃত্যুর পূর্বমুহুর্ত পর্যন্ত সাংবাদিকতা ও সাহিত্য কর্মে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। নতুন প্রজন্মের উচিত হবে সৎ সাংবাদিকতার প্রতিচ্ছবি কবি অরুণ দাশগুপ্তের আদর্শ ও চেতনার বহ্নিশিখা বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের আত্মনিয়োগ করা তবেই যুগে যুগে এদেশে ক্ষন্নজন্মা মানুষের জন্ম হবে। কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত নাগরিক শোকসভা কমিটির আয়োজনে এতে সভাপতিত্ব করেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। সাংবাদিক অরুণ দাশগুপ্ত নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা এম এ সালামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কবি মুহাম্মদ নুরুল আবসার, বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সহ সভাপতি আবু জাফর মাহমুদ কামাল, শ্রমিকনেতা কামাল উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি সুমন দেবনাথ, সৈয়দ দিদার আশরাফী, প্রনবরাজ বড়ুয়া, ইয়াছিন আরাফাত, এস এম হাসান উদ্দীন, শফিউল আজম চৌধুরী লিটন, বাবুল কান্তি দাশ। বক্তব্য রাখেন কবিয়াল কল্পতরু ভট্টাচার্য্য, দুলাল কান্তি বড়ুয়া, সিরাজুল ইসলাম, এম এম লিয়াকত হোসেন, রেবা বড়ুয়া, নাসির হোসাইন জীবন, একেএম মুুজিবুর রহমান, নোমান উল্লাহ বাহার, আসিফ ইকবাল, হাজী ইউনুস সওদাগর, রোজী চৌধুরী, জাবেদ রকি, হারুন রশিদ, পারভিন আক্তার চৌধুরী, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, রফিকুল ইসলাম, কাজী আইয়ুব, মো. তিতাস, জিএম পারভেজ, আলমগীর চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।