সাংবাদিককে তথ্য না দেওয়ায় শিল্পকলার কর্মকর্তাকে অর্থদণ্ড

| রবিবার , ২৮ আগস্ট, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

তথ্য অধিকার আইনে চাওয়া তথ্য ইচ্ছাকৃতভাবে না দেওয়ায় ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির সাবেক কালচারাল অফিসার মো. হামিদুর রহমানকে অর্থদণ্ড দিয়েছে তথ্য কমিশন। হামিদুর রহমান বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কালচারাল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এক সাংবাদিকের অভিযোগের প্রেক্ষিতে শুনানি শেষে ওই কর্মকর্তাকে এক হাজার টাকা জরিমানা করে তথ্য কমিশন। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও ড. আব্দুল মালেক অভিযোগ শুনানি পর এই রায় দেন। খবর বাংলানিউজের।
তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত রায়ে উল্লেখ করা হয়, অভিযোগকারী গত ১৫ মার্চ তৎকালীন ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হামিদুর রহমানের কাছে ২০২০-২১ অর্থবছর থেকে বরাদ্দকৃত অর্থ থেকে দেওয়া ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে ২০টি অনুষ্ঠানের বরাদ্দ বাস্তবায়নের তারিখ ও বিবরণসহ খরচের তথ্য চেয়ে আবেদন করেন।
নির্ধারিত সময়ে সেই তথ্য না পেয়ে অভিযোগকারী গত ৯ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক ও আপিল কর্তৃপক্ষ বরাবর আপিল করেন। অপিলের পরও কোনো প্রতিকার না পেয়ে অভিযোগকারী সংক্ষুব্ধ হয়ে গত ৯ জুন তথ্য কমিশনের কাছে অভিযোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপ ক্রিকেট : আজ ভারত-পাকিস্তান ম্যাচ
পরবর্তী নিবন্ধলামায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার