সাংবাদিক হেলাল উদ্দীন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী আজ

| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৩ পূর্বাহ্ণ

বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দীন চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৩ সালের এ দিনে তিনি ইন্তেকাল করেন। হেলাল উদ্দীন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

সাংবাদিক হেলাল উদ্দীন চৌধুরী ১৯৫৬ সালের ৯ নভেম্বর কক্সবাজারে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে দৈনিক গণকণ্ঠের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসাবে তাঁর সাংবাদিকতায় হাতেখড়ি। পরে দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। ১৯৮১ সালের ১ এপ্রিল আজাদীর স্টাফ রিপোর্টার হিসেবে চট্টগ্রামে সাংবাদিকতা পেশায় নিজেকে যুক্ত করেন। ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার। পরে ঢাকার একটি দৈনিকে যুক্ত হন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সাংবাদিক সংগঠনেও নেতৃত্ব দিয়েছেন। তাছাড়া তিনি ছিলেন থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমহানবীর (সা.) জীবনী সম্পর্কে কুইজ, ক্যালিগ্রাফি প্রতিযোগিতা