সাংবাদিক হাউজিং সোসাইটিতে বিজয় দিবস ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

| রবিবার , ১৮ ডিসেম্বর, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

শেরশাহ্‌ সাংবাদিক হাউজিং সোসাইটি আয়োজিত বিজয় দিবস ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত ১৬ ডিসেম্বর সাংবাদিক হাউজিং সোসাইটি স্কুল মাঠে সম্পন্ন হয়। ফুটবলে সোসাইটির সবুজ দল ও ব্যাটমিন্টনে হলুদ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি মালিক সমিতির সভাপতি সাংবাদিক এডভোকেট সুখময় চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন ডেইলি পিপলস্‌ ভিউ সম্পাদক ও প্রকাশক ওসমান গণি মনসুর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দৌলা।

সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেনের সঞ্চলনায় আলোচনায় অংশ নেন, যুগ্ম আহবায়ক সাংবাদিক শামসুল হক হায়দরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী, অর্থ সম্পাদক ইরফান রেজা খান, সাংবাদিক শতদল বড়ুয়া, ব্যাংকার এ.টি.এম কামরুদ্দিন চৌধুরী, মোহাম্মদ জামিল আকতার রিদ্দি, অধ্যাপক মোহাম্মদ হাসানুল করিম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধমুক্তবিহঙ্গ ক্লাবের জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধদ্বীনি শিক্ষার প্রসারে কাগতিয়া মাদরাসা ঐতিহাসিক ভূমিকা পালন করছে