সাংবাদিক রোজিনার মুক্তি ও হেনস্তাকারীদের শাস্তি দাবি

সিইউজের প্রতিবাদ সমাবেশ

| বুধবার , ১৯ মে, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। গতকাল মঙ্গলবার প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিক নেতারা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি জানান। খবর বিডিনিউজের।
সমাবেশে সভাপতির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বর্তমানে দেশকে যেভাবে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করতে প্রশাসনে ঘাপটি মেরে থাকা কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। তাদের দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড রুখতেই সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন করেছে। সচিবালয়ে যারা তার ওপর নির্যাতন করেছে, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। একইসাথে তাঁর বিরুদ্ধে দেয়া নথি চুরির মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় চট্টগ্রামের সাংবাদিক সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
সমাবেশে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, সচিবালয়ে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। এটা কোনভাবেই কাম্য নয়। এর বিচার চাই। সাংবাদিকদের মর্যাদা অক্ষুন্ন রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রথম আলোর বার্তা সম্পাদক কবি ওমর কায়সার, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সহ-সভাপতি অনিন্দ্য টিটো, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের তাগিদ