সাংবাদিক রোজিনার মামলা ডিবিতে স্থানান্তর

আজ জামিন শুনানি

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ৫:৪১ পূর্বাহ্ণ

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা অফিসিয়াল সিক্রেটস আইনের মামলার তদন্তভার পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মামলার নথিপত্র গতকাল বুধবার ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান। তিনি বলেন, নথি আজ (গতকাল) সকালে ডিবিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারাই মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে। এদিকে আজ রোজিনার জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
ঢাকার শাহবাগ থানার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৫ জুলাই দিন ধার্য করেছে আদালত। রাষ্ট্রীয় গোপন নথি চুরির চেষ্টার অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সোমবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডিবিধির কয়েকটি ধারায় মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ।
রোজিনা ইসলাম ওই অভিযোগ অস্বীকার করেছেন। আর তার সহকর্মীরা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় তাকে হয়রানি করা হচ্ছে। সচিবালয়ে আটকে রাখার সময় রোজিনাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলেও অভিযোগ করেছে তার পরিবার। পুলিশ রোজিনাকে রিমান্ডে নেওয়ার আবেদন করলেও মঙ্গলবার ঢাকার একটি আদালত তা খারিজ করে দেয়। বর্তমানে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে রোজিনাকে। আজ বৃহস্পতিবার হাকিম আদালতে তার জামিন শুনানির কথা রয়েছে।
এদিকে রোজিনাকে ফাঁসানো হয়েছে দাবি করেছেন সচিবালয়ে তার সহকর্মীরা। গতকাল জাতীয় প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মানববন্ধন থেকে রোজিনার নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং দোষী কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি তপন বিশ্বাস মানববন্ধনে বলেন, রোজিনার মুক্তির দাবিতে তারা যে আন্দোলন করছেন, তা অব্যাহত থাকবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেবেন তারা।
অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। গত মঙ্গলবার এই দুই কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়। গত সোমবার এই দুই উপসচিবকে বদলি করা হয়েছিল। বদলি বাতিল হওয়া দুই কর্মকর্তা হলেন উপসচিব শিব্বির আহমেদ ওসমানী ও মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এই দুজনের মধ্যে শিব্বির আহমেদ ওসমানী রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তার ঘটনার পর থানায় হওয়া অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলার বাদী।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতা শাহাদাত দেড় মাস পর কারামুক্ত
পরবর্তী নিবন্ধ‘মিয়াজাকির’ চাষ মহালছড়িতে