সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ জানুয়ারি, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকা থেকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে কামরুল হাসান (৪৫) ও শফিউল আওয়াল শাওন (২৬) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে আগ্রাবাদ শেখ মুজিব রোডের চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কামরুল হাসান নিজেকে দৈনিক চৌকস ও উচ্চকণ্ঠের সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার উত্তর সাইচাপাড়া গ্রামের হাজী নুরুল ইসলামের ছেলে। অন্যজন শফিউল আওয়াল শাওন রাঙামাটি জেলার সদর থানার রিজার্ভ বাজার এলাকার আব্দুর রউফ মনিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া আজাদীকে বলেন, কামরুল হাসান ও শাওন বিভিন্ন সময় নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা নিতেন। বুধবার রাত ৯টার দিকে ওই প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন কাস্টমারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং টেবিলের গ্লাস ভাঙচুর করে। প্রতিষ্ঠানের কর্মচারীরা থামানোর চেষ্টা করলে তারা তাদের উপরও চড়াও হয়। এসময় ওই প্রতিষ্ঠান থেকে তারা ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। প্রতিষ্ঠান মালিক থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে একজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধইউটিউবের খ্যাতিই ফাঁসিয়ে দিল ফেরারি আসামি হেলালকে