চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক কো–অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক বর্ষীয়ান সাংবাদিক, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নগরীর বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি পরিচালনা কমিটির উদ্যোগে সোসাইটির অফিসে সভাপতি সাংবাদিক সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক জিবরান আলম।
আলোচনায় অংশ নেন সাংবাদিক ওসমান গণি মনসুর, বীর মুক্তিযোদ্ধা সাবের আহমেদ আজগরী, সাংবাদিক সামসুল হক হায়দরী, শহীদ উল আলম, মোস্তাক আহমদ, স্বপন কুমার মল্লিক, সিরাজুল ইসলাম, শতদল বড়ুয়া, সিরাজুল করিম মানিক, কামাল উদ্দিন খোকন, ইঞ্জিনিয়ার মাহাবুর উল আলম, অধ্যাপক হাসানুল করিম, সৈয়দ আমিনুল ইসলাম বাবুল, মোহাম্মদ মোস্তফা কামাল, মরহুমের কনিষ্ঠ পুত্র আহমাদ রাইয়ান। প্রেস বিজ্ঞপ্তি।