সাংবাদিক কাউছার আলমের মাতার ইন্তেকাল

| শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৮:০১ পূর্বাহ্ণ

সাংবাদিক কাউছার আলমের মাতা পটিয়া নিবাসী ছিরাজ খাতুন (৬০) গত ৯ জানুয়ারি সকাল সাড়ে আটটার সময় পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের মধ্যম পাড়া গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। তিনি বীর মুক্তিযোদ্ধা কবির আহাম্মদের স্ত্রী। তিনি দীর্ঘ দিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। শুক্রবার জুমার নামাজের পর হযরত নুরুদ্দীন মুন্সি জামে মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে। এদিকে, তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ
পরবর্তী নিবন্ধহালদা থেকে ৩০০০মিটার চর ঘেরা জাল জব্দ