সাংবাদিক ও গৃহপরিচারিকার বিরুদ্ধে এবার পরীমনির মামলা

| বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১০:১৮ পূর্বাহ্ণ

ডিজিটাল মাধ্যম ব্যবহার করে’ মানহানির অভিযোগে এবার সাংবাদিক এবং সেই গৃহপরিচারিকাসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন চিত্রনায়িকা পরীমনি। গতকাল বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে মামলা করেন তিনি। আদালত পরীমনির জবানবন্দি গ্রহণ করে ভাটারা থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামি ৮ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় পরীমনির গৃহপরিচারিকা পিংকি আক্তার, অনলাইন নিউজ পোর্টাল সকল খবরের স্বত্ত্বাধিকারী মোরশেদ সুমন, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েব সাইট পিপল নিউজ এবং অনলাইন নিউজ পোর্টাল ডিজিটাল খবরকে আসামি করা হয়েছে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি মো. জুয়েল মিয়া এ তথ্য জানিয়েছেন। খবর বিডিনিউজের।

মামলায় অভিযোগে বলা হয়েছে, আসামিরা বিভিন্ন মিথ্যা, মানহানিকর সংবাদ অপপ্রচার করে পরীমনিকে হেয় প্রতিপন্ন করে আসছেন। পিংকি আক্তার গত ৫ মে ‘কাদের এজেন্সির’ মাধ্যমে পরীমনির সন্তানদের দেখাশোনার জন্য যোগদান করেন। পিংকি আক্তার অভিযোগ করেছেন, কাদের এজেন্সি নামের প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের মার্চে তিনি পরীমনির বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ শুরু করেন। একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নিতে তাকে নিয়োগ দেওয়া হলেও তাকে দুটি বাচ্চার দায়িত্ব পালন করতে হতো। এছাড়াও দিনেরাতে বাসার রান্নার কাজও করতে হতো বলে অভিযোগ করেছেন তিনি। পিংকি বলেন, বাচ্চার খাওয়ার রুটিন অনুসারে এখন দুধ খাওয়ানোর কথা, তাই আমি দুধ তৈরি করেছি। এসময় পরীমনি ক্ষিপ্ত হয়ে মাথায়, মুখে ও চোখে এলোপাতাড়িভাবে চড়থাপ্পর মারলে একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে অভিযোগ করেছেন পিংকি আক্তার। সে সময় সৌরভও সেখানে উপস্থিত ছিলেন দাবি করে মামলায় অভিযোগ করা হয়েছে, সৌরভ পিংকিকে নির্যাতনের জন্য পরীমনিকে উৎসাহিত করতে থাকেন সে সময়। গত ৪ এপ্রিল ভাটারা থানায় গিয়ে পিংকি অভিযোগ করেন, বাচ্চা পড়ে যাওয়ায় পরীমনি তাকে মারধর করেছেন। অভিযোগ খতিয়ে দেওয়ার কথা সেদিন বলেছিলেন ভাটার ওসি মো. মাজহারুল ইসলাম। ওইদিন মধ্যরাতে ফেসবুক লাইভে এসে পরীমনি তার বিরুদ্ধে ওঠা গৃহকর্মীকে মারধরের অভিযোগকে ‘ষড়যন্ত্র’ বলেন।

পূর্ববর্তী নিবন্ধটাকা পাচারকারীরা শয়তানের মতো, ছাড় দেব না : দুদক কমিশনার
পরবর্তী নিবন্ধসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা, রামুতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার