সাংবাদিক উত্তম সেনের মায়ের পরলোকগমন

| শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৯:২৭ পূর্বাহ্ণ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম ব্যুরোর স্টাফ করেসপন্ডেন্ট উত্তম সেন গুপ্তর মা খুকু সেন (৭১) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

প্রয়াত খুকু সেন বোয়ালখালীর পশ্চিম সারোয়াতলী গ্রামের প্রয়াত দিলীপ সেন গুপ্ত’র স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। খুকু সেন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী গ্রামে নিজ বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

সাংবাদিক উত্তম সেন গুপ্তর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এক শোক বার্তায় তিনি প্রয়াত খুকু সেনের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অপর এক বিবৃতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী খুকু সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, হ্যান্ডবল ফেডারেশন পৃথক বার্তায় শোক জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা
পরবর্তী নিবন্ধসমীরণ রায় চৌধুরী