নগরীর ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের বর্তমান সাধারণ সম্পাদককে না জানিয়ে আগামী ১৮ মার্চ সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে পত্রিকায় লিখিত বিবৃতি দিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল বশর। গতকাল দৈনিক আজাদীতে পাঠানো প্রতিবাদ লিপিতে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১২ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সূত্রে জানতে পেরেছি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে উনার উপস্থিতিতে বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি উপলক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। আমি সংবাদটি পেয়ে যুগপৎ বিস্মিত ও হতবাক হয়েছি। দীর্ঘ ২৭ বছরে দুইবারের সাধারণ সম্পাদক আমাকে বাদ দিয়ে ওয়ার্ড সম্মেলনের প্রস্তুতি কমিটির সভা করা এবং তারিখ ঘোষণা করা সংগঠনের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থি।
প্রতিবাদ লিপিতে বলা হয়, বর্তমানে বিএনপি–জামায়াত চক্র যেভাবে উন্নয়নের ধারাকে ব্যাহত করার হীন উদ্দেশ্যে সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত এবং এ অপশক্তিকে রুখতে দলের সর্বস্তরে ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে সাবেক মন্ত্রী মরহুম জহুর আহমদ চৌধুরী ও মরহুম এম এ মান্নানের স্মৃতি বিজড়িত বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগে বিভাজন সৃষ্টি করে সম্মেলন করা তাদের আত্মার প্রতি অসম্মান প্রদর্শন করারই নামান্তর। ইতিপূর্বে তারা কয়েকবার গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে সম্মেলন করার উদ্যোগ নিলে কেন্দ্রীয় নির্দেশে তা স্থগিত করতে বাধ্য হয়। পুনরায় তারা কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে বিতর্কিত সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে। যেহেতু গঠনতন্ত্রের বিধি মোতাবেক সাধারণ সম্পাদকের স্বাক্ষর ছাড়া কোনো কাউন্সিলর লিস্ট বৈধতা পাবে না সেহেতু উক্ত সম্মেলনও কোনোমতেই বৈধ হবে না।
২০২১ সালের ২৫ ডিসেম্বর কেন্দ্রের নির্দেশ অমান্য করে সম্মেলন করলে কেন্দ্রীয় নির্দেশে তা বাতিল করা হয়। তাই এই বিতর্কিত সম্মেলন থেকে সরে এসে গঠনতন্ত্র মোতাবেক ঐক্যবদ্ধভাবে সম্মেলন করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় দলকে বিভক্ত করার সকল দায় যারা এ অবৈধ সম্মেলনের আয়োজন সমর্থন করছেন তাদের উপরই বর্তাবে।