সহিংসতার ঘটনা ঘটেনি.. এমন কোনো নির্বাচন কেউ দেখেছে কি না, সেই প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ের আওয়ামী লীগের জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় একশ স্থানে সহিংসতা হয়েছে এবার, মারা গেছেন অন্তত তিনজন। এই পরিবেশ সুষ্ঠু নির্বাচনের জন্য কতটা সহায়ক– এমন প্রশ্ন ওবায়দুল কাদেরের সামনে রেখেছিলেন একজন সাংবাদিক। উত্তরে তিনি বলেন, সহিংসতার ঘটনা ঘটেনি এমন কোনো নির্বাচন আপনি দেখেছেন? আমাদের পাশের দেশ ইনডিয়ায় বিধানসভা নির্বাচনে অনেক সহিংসতা হয়। এখানে প্রধান বিরোধী দল (বিএনপি) শুধু নির্বাচনে অংশগ্রহণ করছেনা এমন না, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। দশম সংসদ নির্বাচনের মত এবারও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ভোট বর্জন করেছে বিএনপি ও সমমনা দলগুলো। ভোটের দিন ঘিরে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে তারা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই মরচে ধরা হাতিয়ার বিএনপি আগেও প্রয়োগ করেছে, কোনো লাভ হয়নি। সামনে লাভ হবে এমন আশা করাটাও দুরুহ।
বিএনপির হরতালের মধ্যে রোববার ভোটারদের কেন্দ্রে আনতে আওয়ামী লীগ বিশেষ কোনো ব্যবস্থা রেখেছে কিনা, তা জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক। জবাবে কাদের বলেন, ভোটারদের কেন্দ্রে আনার জন্য বিশেষ কোনো ব্যবস্থায় রাখিনি। গণতন্ত্রে সব সময় দেখা যায় কোনো নির্বাচন হলে ভোটারদের সঙ্গে যোগাযোগ করা, ভোটারদের কেন্দ্রে আনা এটা আমাদের নেতাকর্মীদের টিম আছে এই টিম সে কাজটা করবে। বেশিরভাগ ভোটার স্বতঃস্ফূর্তভাবে আসবে। কেউ ভোট দিতে আসতে একটু দেরি করতে পারেন, তাদের উৎসাহিত করার জন্য আমাদের টিম কাজ করবে। ভোটের দিন বিএনপির হরতালের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হরতাল অবরোধ আমরা দেখেছি। হরতালের দিন আরো বেশি যানজট হয়। হরতাল–অবরোধ শুধু তাদের কর্মসূচিতে আছে, বাস্তবে নেই। গ্রাম ও শহরে ভোটের হার এবার কেমন আশা করছেন এ প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, গ্রাম ও শহরকে আমি পার্থক্য করতে চাই না। আমি একটা কথাই বলব, টার্ন আউট সন্তোষজনক হবে। আওয়ামী লীগ কয়টি আসন পাবে ও বিরোধী দল কে হবে সেই প্রশ্নও করা হয় ওবায়দুল কাদেরকে। উত্তরে তিনি বলেন, বিষয়টা স্পষ্ট হবে নির্বাচন শেষ হলে।
এই মুহূর্তে এ নিয়ে কিছু বলার প্রয়োজন নেই। আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এই নির্বাচনে বিজয়ী হব। কত আসন সেটা আমি এখন বলতে চাই না। জনগণের ভালো স্বতঃস্ফূর্ততা আছে, আমরা ভালো আসনই পাব। তবে কত আসন সেটা নিয়ে মির্জা ফখরুলের মত গণক হতে চাই না। বিরোধী দল কে হবে সেটা ইলেকশনের রেজাল্টই বলে দেবে। বিএনপির বর্জনে এ নির্বাচন বিদেশিদের গ্রহণযোগ্যতা পাবে কিনা এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, আগে ইলেকশনটা হতে দেন। গ্রহণযোগ্যতা পাবে কিনা সেটা তো বিদেশেরাই বলবেন।