তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর রাঙ্গুনিয়া ও হাটহাজারী উপজেলার ২৬ ইউপি নির্বাচনে সকল ধরনের সহিংসতা রোধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার মতো সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। সকল ধরনের সহিংসতা রোধ এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন থেকেও কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতাসহ হতাহতের ঘটনায় আগামী নির্বাচনগুলোতে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন। এই ব্যাপারে প্রতিটি জেলা পর্যায়ে কঠোর বার্তা দিয়েছেন নির্বাচন কমিশন থেকে। এদিকে আগামী ২৮ নভেম্বর রাঙ্গুনিয়া ও হাটহাজারী উপজেলার ২৬ ইউনিয়নসহ বৃহত্তর চট্টগ্রামের ইউপি নির্বাচনকে কেন্দ্র গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনসহ র্যাব চট্টগ্রামের পরিচালক, বিজিবির ঊর্ধতন কর্মকর্তাসহ এডিশনাল এসপি এবং উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধতন কর্মকর্তারা।
সভায় ২৮ নভেম্বর যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে-নির্বাচন যেন অবাধ-নিরপেক্ষ হয় এবং কোনো ধরনের যেন সহিংস ঘটনা না ঘটে সেই ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন এই পরিবেশ নিশ্চিত করার জন্যও নির্দেশনা দেয়া হয়।