সহিংসতা যারাই করুক প্রশ্রয় দিই না

নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘ

| বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৬:২৪ পূর্বাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশে সংঘটিত নাশকতা নিয়ে এক প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে আগের মতোই সহিংসতা পরিহার করে মানবাধিকার রক্ষা ও আইনের শাসনের প্রতি সম্মান জানাতে বলেছে জাতিসংঘ। নিউ ইয়র্কে জাতিসংঘ দপ্তরে সোমবার এক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ও সহিংসতার বিষয়ে প্রশ্নের জবাবে আগের অবস্থান তুলে ধরেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিক।

ব্রিফিংয়ে সাংবাদিক লাভলু আনসার জিজ্ঞেস করেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় বিএনপির সন্ত্রাসী কার্যক্রম নিয়ে মুখপাত্রের ভাষ্য কী? জবাবে ডুজারিক বলেন, নির্বাচন বিষয়ে আগেও আপনার এক সহকর্মীর প্রশ্ন পেয়েছি। আগে যেমনটি বলেছি, আমি আবারও সেটি বলব, সকল দলকে আমরা সহিংসতা পরিহার করে মানবাধিকার রক্ষা ও আইনের শাসনের প্রতি সম্মান জানানোর আহ্বান জানাই। খবর বিডিনিউজের।

গণতান্ত্রিক আন্দোলনের নামে বাসট্রেনে আগুন ও মানুষ হত্যাকে জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘন বলে মনে করে কিনা, জানতে চাওয়া হয় আরেক প্রশ্নে। জবাবে ডুজারিক বলেন, কোনো ধরনের সহিংসতাকে আমরা প্রশ্রয় দিই না, সেটা যারাই করুক।

গত ৭ জানুয়ারির ভোটে ২২৩টি আসনে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নির্বাচন নিয়ে বিদেশি পর্যবেক্ষকদের একাংশ সন্তোষ প্রকাশ করলেও ভোট সুষ্ঠু হয়নি বলে বিবৃতিতে দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নির্বাচনের পরদিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ভোট পরবর্তী পরিস্থিতির ওপর নজর রাখার কথা জানান। পাশাপাশি নির্বাচনের আগেপরের সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে ৩০ কোটি টাকা মূল্যের গাঁজা ক্ষেত ধ্বংস
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় যুবকের আত্মহত্যা, যে অভিযোগ বাবার