সহিংসতা নয়, রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই সংকট উত্তরণ সম্ভব

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সভায় বক্তারা

| শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে এক মতবিনিময় সভা গত ৮ নভেম্বর বিকাল তিনটায় নগরীর সালমা ভবনের ২য় তলায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনমাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, আলম রাজু, মাওলানা ওয়াহেদ মুরাদ, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডা. হাসমত আলী তাহেরী, মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন তাহেরী, মোহাম্মদ আনিসুর রহমান, মাওলানা মুহাম্মদ মাসুদ করিম, মোহাম্মদ আইয়ুব আলী, মোহাম্মদ আবদুর রহিম, এইচ এম সাদেক, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল অদুদ, মাওলানা লিয়াকত আলী, মোহাম্মদ আবু তাহের, সাইফুল ইসলাম আরমান, মোহাম্মদ দিদারুল আলম, হাফেজ মোহাম্মদ মনির উদ্দীন ও শহিদুল ইসলাম প্রমুখ। এতে সভাপতির বক্তব্যে এইচ এম মুজিবুল হক শাকুর বলেছেননির্বাচন পূর্ব প্রেক্ষাপটে সংঘাতসহিংসতা কখনও নির্বাচন সহায়ক নয়। এতে ক্রমাগত জনমনে ভীতি ও আতংকের সঞ্চার করছে। ফলে ভোটাররা ভোটকেন্দ্র বিমুখ হওয়ার সম্ভাবনা সর্বাধিক। তিনি শনিবার লালদীঘি ময়দানে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার জনসভা সফল করার জন্য চট্টগ্রাম বাসীর প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে ইউটিএস কলেজ বাংলাদেশের প্রথম সমাবর্তন কাল
পরবর্তী নিবন্ধ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের আর্থিক সহায়তা