সহিংসতা : ঢাকায় ২০৭ মামলা, গ্রেপ্তার আড়াই হাজার

| রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় দুইশরও বেশি মামলা হয়েছে। গতকাল শনিবার বিকালে ঢাকা মহানগর পুলিশ এক বার্তায় জানিয়েছে, ২০৭টি মামলায় এখন পর্যন্ত ২ হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন কোন থানায় মামলা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য নেই বার্তায়। খবর বিডিনিউজের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চলছে। এরই মধ্যে বিএনপি জামায়াতের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অনেককেই রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধআমরা বন্ধ করিনি, ইন্টারনেট ‘নিজেই’ বন্ধ হয়েছে : পলক
পরবর্তী নিবন্ধমহানগর যুবদলের প্রতিবাদ ও নিন্দা